ফিজিতে আসার আগে যা যা জানতে হবে! পর্ব - এক - বিদেশে চাকরি ডট কম

বিদেশে চাকরির খবর, কম্পানি সম্পর্কে সঠিক তথ্য,বেতন ও অন্যান্য বিষয়ে তথ্য সরবরাহ করা হয়। আমরা কোন বিনিময় ছাড়াই সহযোগিতা করি সাদকায়ে জারিয়াহ এর আশায়।

নিয়মিত নামাজ কায়েম করুন, কারন কিয়ামতের দিন সর্বপ্রথম নামজের হিসাব নেয়া হবে। অনুরোধক্রমে - ঞ্জিঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম -পরিচালক, বিদেশে চাকরি ডট কম। বিদেশে চাকরি ডট কম কাওকে চাকরি দেয়না, বিদেশ আনেনা, এজেন্ট ধরিয়ে দেয়না, ভিসা দেয়না, কোন আর্থিক লেনদেন করেনা, শুধুমাত্র বাংলাদেশীদের সচেতন করে এবংকোন বিনিমিয় ছাড়ায় সহযোগিতা করে

আমার খাঁটি পণ্য ক্রয় করে সহায়তা করুন।

Tuesday, September 11, 2018

ফিজিতে আসার আগে যা যা জানতে হবে! পর্ব - এক

                             পর্ব - এক                                    
আমি ফিজিতে অনেক বাংলাদেশী ভাইকে দেখেছি যারা অনেক টাকা দিয়ে এসেছেন অথচ তিনি বলতেই পারেননা যে এজেন্ট এর সাথে তার কি চুক্তি হয়েছিলো. আপনি যেহেতু টাকা দিয়ে আসছেন সুতরাং আপনার প্রাপ্য বুঝিয়ে নিতে অপারগতার কারন কি? বাংলাদেশী ভাইয়েরা যাতে একটু বুঝে  , জেনে আসেন এই জন্য আমার এই লেখা.

সুতারাং   যারা ফিজিতে আসতে চান তারা এজেন্ট এর সাথে লেনদেন করার পূর্বে যে বিষয়গুলো অবশ্যই জানতে চায়বেন তা হলোঃ

ভিসা সম্পর্কিত 
- কত বছরের চুক্তি,
- প্রথমে কত বছরের ভিসা,
- পরবর্তীতে ভিসার মেয়াদ বাড়ানোর সময় খরচ কে দিবে,

খরচ সম্পর্কিত
- সর্বমোট কত টাকা দিতে হবে,
- মেডিকেল এর খরচ কে দিবে,
- অ্যাডভান্সড কত টাকা দিতে হবে,
- ভিসা বের হওয়ার পর কত দিতে হবে,
- ফ্লাইটের দিন কত টাকা দিতে হবে,
- ফ্লাইটের দিন ঢাকায় হোটেল ভাড়া ও খাওয়া কে দিবে ইত্যাদি

বেতন সম্পর্কিত
- ঘন্টায় বেতন কত,
- কয়টা থেকে কয়টা ডিউটি,
- সাপ্তাহিক ছুটি কি বার,
- ওভারটাইমের বেতন দেয় কিনা,
- কত দিন পর পর বেতন দেয়,
- বৃষ্টির দিনে কাজ বন্ধ থাকলে বেতন দিবে কি না,
- সাপ্তাহিক কত ঘন্টা ফিক্স ডিউটি,

সুবিধা সম্পর্কিত
- কম্পানি থাকার জায়গা দিবে কিনা,
- বছরে কত দিন ছুটি,
- রান্নাবান্না করার জন্য চুলা, গ্যাস দিবে কিনা,
- ফ্রিজ দিবে কিনা,
- সাইটে আসা যাওয়ার জন্য গাড়ির ব্যাবস্থা আছে কি না,

উপরোক্ত বিষয় গুলো এজেন্টের কাছ থেকে জেনে খাতায় উত্তর সহ লিখে রাখবেন.  পরবর্তীতে আপনার কাজে লাগবে. 

পরবর্তী পর্বে আরও অনেক কিছু যুক্ত আছে. নিয়মিত চোখ রাখুন আমাদের পেজে. 

আপনার কম্পানির বর্তমান অবস্থা জানতে কম্পানির নাম ও দেশের লাম লিখে আমাদের সাথে যোগাযোগ করেন. আমরা 100% সঠিক তথ্য দিতে চেষ্টা করবো. ইনশাআল্লাহ 

ছবি: Bela Vula Island, Lautoka  , Fiji
ছবিটি আগস্ট. 2018 মাসের তোলা. খুব সুন্দর জায়গা! 




বিশেষ ঘোষনাঃ

""বিদেশে চাকরি ডট কম কোন বিনিময় ছাড়াই সহযোগিতা করে, কম্পানির বর্তমান অবস্থা, দালালের কথা যাচাই , ভিসা চেক ইত্যাদি জানতে আমাদের সাইট বিভিন্য লেখা পড়ে দেখুন অথবা আমাদের ঠিকানায় প্রশ্ন করুন""