প্রথমেই আপনাদের বলে রাখি ফিজির ভিসা অনলাইনে চেক করা যাইনা। আর এই সুযোগেই দালাল চক্র বাংলাদেশী গরীব মেহনতি ভাইদের প্রতাড়িত করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। তবে আপনি যদি একটু মনোযোগ দিয়ে এই লেখাটা পড়েন তবে ইনশাআল্লাহ আপনার ভিসা আসল কি নকল তা সহজেই বুঝতে পারবেন।
অনেক ভাই দালালের কথা অন্ধের মত বিশ্বাস করার কারনে নিজের দায়িত্ত সম্পর্কে গাফেল থাকেন যার ফলসরুপ ভিসা আসল কি নকল তা যাচাই করার প্রয়োজন অনুভগ করেননা। মনে রাখবেন নকল ভিসাই আপনি বিমানে চড়ে সিংগাপুর হয়ে ফিজি বিমানবন্দর পর্যন্ত চলে আসলেও ১০০% আপনাকে ফেরত যেতে হবে।
আমি আপনাদের প্রমান সহকারে কিছু তথ্য দিচ্ছি আপনি নিজেই বুঝে নিতে পারবেন ভিসা আসল কি নকল।
আসল ভিসার বৈশিষ্টঃ
১। আসল ভিসায় অবশ্যই ইমিগ্রেশনের স্ট্যাম্প দেয়া থাকবে।
২। লোগো দেয়া থাকবে উপরের দিকে,
৩। উপরের ব্যাকগ্রাউন্ড নীল রঙয়ের হবে,
১। চিত্রঃ ফিজির আসল ভিসা। |
নকল ভিসার বৈশিষ্টঃ
এবার নিচের ভিসায় খেয়াল করুন। একটু বুদ্ধি খাটালেই বুঝে নিবেন এটা কেন নকল।
যারা ফিজি আসতে চাচ্ছেন আমি তাঁদের বিশেষ ভাবে অনুরোধ করছি দালালকে টাকা দেয়ার আগে অবশ্যই একটু পড়াশোন করুন ফিজি সম্পর্কে। যেমন ধরুন,
- বেতন আসলেই কত দেয় ফিজিতে,
- ভিসা কত বছরের,
- কত ঘন্টা কাজ হবে প্রতিদিন,
- থাকার জায়গা দিবে কিনা,
- বছরে ছুটি কত দিন,
- ভিসা রিনিউ করবে কিনা ইত্যাদি।
উপরের প্রশ্নগুলো আপনার এজেন্ট কে জিজ্ঞেস করুন। এর পর আমাদের সাইটে ভিজিট করে এই সম্পর্কিত যত লেখা আছে একদিন সময় করে পড়ুন ধোর্য্য সহকারে। মনে রাখবেন এজেন্টকে টাকা দিয়ে জেনে কোন লাভ নেই। যা জানতে চান আগেই জেন নিন। প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুন। ইনশাআল্লাহ আপনাদের সঠিক তথ্য দিয়ে অবশ্যই সাহায্য করা হবে।
আপনার প্রয়োজনে লাগবে যে লেখাগুলা তার লিঙ্ক দিচ্ছি এখানে,
কেও যদি ভিসা পেয়ে থাকেন আমাদের ঠিকানায় ভিসার কপি পাঠালে আপরা আপনার জন্য ফিজি ইমিগ্রেশন এ গিয়ে সরাসরি আপনার ফিজির ভিসা চেক করিয়ে আনবো।
Email:bideshechakuri.com.bd@gmail.com
ফিজির ভিসা চেক
ফিজিতে চাকরি
ফিজিতে জব
ফিজির ভিসা
ফিজিতে পড়াশোনা
ফিজি সম্পর্কে যেকোনো কিছু জানতেও যোগাযোগ করতে পারেন।
আমাদের একটু সময় দিতে হবে এই আর কি তবে আপনি উপক্রিত হয়ে আমাদের জন্য দুয়া করলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কিছু না কিছু উত্তম জাজাহ দিবেন এই আশা রাখি।