ফিজি থেকে বাংলাদেশে সরাসরি মোবাইল নাম্বারে কল করার সহজ উপায়। - বিদেশে চাকরি ডট কম

বিদেশে চাকরির খবর, কম্পানি সম্পর্কে সঠিক তথ্য,বেতন ও অন্যান্য বিষয়ে তথ্য সরবরাহ করা হয়। আমরা কোন বিনিময় ছাড়াই সহযোগিতা করি সাদকায়ে জারিয়াহ এর আশায়।

নিয়মিত নামাজ কায়েম করুন, কারন কিয়ামতের দিন সর্বপ্রথম নামজের হিসাব নেয়া হবে। অনুরোধক্রমে - ঞ্জিঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম -পরিচালক, বিদেশে চাকরি ডট কম। বিদেশে চাকরি ডট কম কাওকে চাকরি দেয়না, বিদেশ আনেনা, এজেন্ট ধরিয়ে দেয়না, ভিসা দেয়না, কোন আর্থিক লেনদেন করেনা, শুধুমাত্র বাংলাদেশীদের সচেতন করে এবংকোন বিনিমিয় ছাড়ায় সহযোগিতা করে

আমার খাঁটি পণ্য ক্রয় করে সহায়তা করুন।

Wednesday, June 26, 2019

ফিজি থেকে বাংলাদেশে সরাসরি মোবাইল নাম্বারে কল করার সহজ উপায়।


সম্মানিত দীনি ভাইয়েরা আপনারা নিশ্চয় ফিজিতে আল্লাহর রহমতে ভালো আছেন। 

ফিজিতে অনেক বাংলাদেশি ভাই আছেন যারা সর্বদা ইমো অথবা ম্যাসেঞ্জারের উপর নির্ভরশীল। ইমো ব্যবহারের যেমন সুবিধা রয়েছে তেমনি অসুবিধাও আছে কিছু যেমন,


  • আপনি চাইলে বাংলাদেশে সরাসরি কারও মোবাইল নাম্বারে কল দিতে পারেননা।
  • আপনি যাকে বাংলাদেশে কল দিতে চান তিনি হয়তো ইন্টারনেট বন্ধ রেখেছেন
  • অথবা উনার ডাটা শেষ হয়ে গেছে
এই সব ক্ষেত্রে বাসায় প্রয়োজনে অথবা ইমার্জেন্সি কল করা প্রয়োজন সেক্ষেত্রে আপনি কি করবেন? 


অথবা আপনার আত্মীয়র মধ্যে অনেকে ইমো কিংবা ইন্টারনেট ব্যবহার করেন না। তাই তাঁদের সাথে কথা বলতে পারবেন না?

এই সমস্যা সমাধানের জন্য একটা সহজ উপায় আছে। আশা করি এটা আপনাদের কাজে লাগবে। 

তবে এক্ষেত্রে সরাসরি ফিজি থেকে কল দিতে চাইলে আপনার মিনিটে দুই টাকা খরচ হবে। যদিও আপনার সবসময় টাকা খরচ করে কথা বলার প্রয়োজন নাই তবুও জ্রুরী সময়ে আপনার দরকার আছে।

ধাপ একঃ
আপনার মোবাইলে দেখুন এই ছবির মত একটা আইকন আছে। এটার নাম গুগল প্লে স্টর। নিজে খুজে দেখুন না পেলে অন্যকে জিজ্ঞেস করে বের করে নিন। 



ধাপ দুইঃ
গুগুল প্লে স্টরে ক্লিক করলে এই রকম একটা পেজ আসবে। সেখানে সার্চ বক্সে লিখুন itel mobile dialer। ডাউনলোড করে ইন্সটল করে নিন। এই কাজটি নিজে না পারলে অন্যকে বলে করে নিন। অন্যের কাছে জিজ্ঞেস করে শিখে নেয়াতে দোষের কিছুই নেই। 



এর পর নিচের ছবির মত সফটওয়ার আসলে ডাউনলোড করে ইনিস্টল করে নিন।




ধাপ তিনঃ
এবার ইনাকে ইমোতে অথবা হটস অ্যাপে যোগ করে কল দিন। কল দিয়ে না পেলে একটা ভয়েস ম্যাসেজ অথবা লিখে পাঠান ভাই আমি ফিজি থেকে বলছি। আমার কিছু ডলার লাগবে বাংলাদেশে কথা বলার জন্য। উনি কাতারে থাকেন। বাংলাদেশী। বাড়ি চাঁপাই নবাবগঞ্জ 


উনি রিপলাই দিলে উনার সাথে কথা বলে নিন কত মিনিট নিবেন আর কত টাকা নিবে।

সাধারণত ৫০০ মিনিট দিয়ে থাকে। খরচ হয় বাংলাদেশী টাকার ১০০০ টাকা। 

উনাকে বিকাশে টাকা পে করতে হবে।

উনাকে টাকা পরিষোধ করলে উনি আপনাকে একটা আইডি আর পাসওয়ার্ড দিবে। 

এর পর আপনার মোবাইলে নিচের ছবির মত আইকন খুজে বের করুন


এবার সেটার উপর ক্লিক করলে অথবা ঢুকে সেটিংস এ যান। এর পর উনার দেয়া তথ্য গুলো পুরন করুন নিচের ছবির মত করে আপনার আইডি আর পাসওয়ার্ড দিয়ে।


এর পর SAVE বাটনে ক্লিক করলে নিচের ছবির মত ব্যালান্স দেখতে পাবেন। 

আপনি আক্যাকুন্টে ঢুকে দেখলে দেখতে পাবেন আপনার ব্যালান্স ৩৪.৫ ডলার দেখাচ্ছে। 

এবার সেখানে ডায়াল বাটনে গিয়ে আপনি বাংলাদেশি যে নাম্বারে কল করতে চান সেটা লিখে ডায়াল / কল করুন । বলবে আপনার ৫০০ মিনিট আছে। একটু অপেক্ষা করুন কল ডুকবে। এবার নিশ্চিতে কথা বলুন।

মনে রাখবেন,
  • আপনি যত মিনিট কথা বলবেন শুধু তত মিনিট কাটবে।
  • এই ৫০০ মিনিটে মেয়াদ আনলিমিটেড। অর্থাৎ আপনি যত দিনে খুশি তত দিনে শেষ করতে পারবেন।

মাত্র ১০০০ হাজার টাকা খরচ করে ৫০০ মিনিট কিনে রাখলে আপনার অনেক উপকার হবে। মনে রাখবেন আত্মীয় স্বজনের সাথে সু সম্পর্ক বজায় রাখাটা দুনিয়া ও আখেরাতের জন্য খুবই জরুরি। 

নিজে নিজে না পারলে অন্য কারও সহোযগিতা নিতে পারেন। সব মিলিয়ে ১০ মিনিট মত সময় লাগতে পারে আনুমানিক।

এর পরও বুঝতে সমস্যা হলে আমাদের জানান আপনাকে আরও ভালো ভাবে বুঝিয়ে দিবো ইনশাআল্লাহ। 









No comments:

Post a Comment

অনুগ্রহ করে আমাদের ফেসবুকে পেজ অথবা সাইটের লেখাগুলো খুজে দেখুন আপনার প্রশ্নের উত্তর দেয়া আছে।

বিশেষ ঘোষনাঃ

""বিদেশে চাকরি ডট কম কোন বিনিময় ছাড়াই সহযোগিতা করে, কম্পানির বর্তমান অবস্থা, দালালের কথা যাচাই , ভিসা চেক ইত্যাদি জানতে আমাদের সাইট বিভিন্য লেখা পড়ে দেখুন অথবা আমাদের ঠিকানায় প্রশ্ন করুন""