ফিজিতে চাকরি করে টাকা জমানোর চিন্তা? হিসাব জানুন আসার আগেই! - বিদেশে চাকরি ডট কম

বিদেশে চাকরির খবর, কম্পানি সম্পর্কে সঠিক তথ্য,বেতন ও অন্যান্য বিষয়ে তথ্য সরবরাহ করা হয়। আমরা কোন বিনিময় ছাড়াই সহযোগিতা করি সাদকায়ে জারিয়াহ এর আশায়।

নিয়মিত নামাজ কায়েম করুন, কারন কিয়ামতের দিন সর্বপ্রথম নামজের হিসাব নেয়া হবে। অনুরোধক্রমে - ঞ্জিঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম -পরিচালক, বিদেশে চাকরি ডট কম। বিদেশে চাকরি ডট কম কাওকে চাকরি দেয়না, বিদেশ আনেনা, এজেন্ট ধরিয়ে দেয়না, ভিসা দেয়না, কোন আর্থিক লেনদেন করেনা, শুধুমাত্র বাংলাদেশীদের সচেতন করে এবংকোন বিনিমিয় ছাড়ায় সহযোগিতা করে

আমার খাঁটি পণ্য ক্রয় করে সহায়তা করুন।

Sunday, June 16, 2019

ফিজিতে চাকরি করে টাকা জমানোর চিন্তা? হিসাব জানুন আসার আগেই!




আসুন জেনে নেওয়া যাক আপনি ফিজিতে এসে কত টুকু লাভবান হতে পারবেন।

ধরে নেয়া যাক বিদেশে আসার আগে আপনার কাছে আছে = ৩৮৫০০০(তিন লাখ পঁচাশি হাজার)

এবার আসুন ফিজি (বিদেশ) যাওয়া যাকঃ


ফিজি আসার আগের খরচঃ
এজেন্টকে প্রদান                                     =৩৫০০০০ (তিন লাখ পঞ্চাশ হাজার)
বাংলাদেশে কেনাকাটা বাবদ                    =  ২৫০০০( পঁচিশ হাজার)
আসার আগে ঢাকায় আনুষঙ্গিক খরচ    =  ১০০০০(দশ হাজার)                   
                                     সর্বমোটঃ            =৩৮৫০০০(তিন লাখ পঁচাশি হাজার)


ফিজিতে এসেঃ
মাসিক বেতন আনুমানিক =৪০০০০ (চল্লিশ হাজার)
খাওয়া খরচ                        = (-)৬০০০০(ছয় হাজার)
মোবাইল বিল                     =(-)১০০০(এক হাজার)
আনুসংগিক                       =(-)২০০০ হাজার 
টাকা পাঠানোর খরচ         =(-)৮০০(আটশত টাকা)                     
        সুতরাং মাসিক জমা=৩০২০০(ত্রিশ হাজার দুইশত টাকা)


যদি দুই বছর পর দেশে যানঃ
দুই বছরে দেশে মোট টাকা পাঠানোঃ ৩০২০০X২৪=৭২৪৮০০(সাত লাখ চব্বিশ হাজার আটশত টাকা

দেশে যেতে খরচঃ(দুই মাসের জন্য)
দেশে যেতে রিটান টিকেট বাবদ প্রদান=১২৫০০০ (একলাখ পঁচিশ হাজার টাকা
যাওয়ার আগে কেনা কাটা বাবদ=৫০০০০ (পঞ্চাশ হাজার) 
ইয়ারপোর্ট থেকে বাড়ি যেতে খরচ=৮০০(আটশত টাকা)
বাড়িতে দুই মাসে আনুমানিক খরচ=২৪০০০( চব্বিশ হাজার টাকা)

দুই মাসে পকেট খরচ=৮০০০(আট হাজার)
আত্মীয়দের বাড়িতে বেড়াতে যাওয়া বাবদ=২০০০( দুই হাজার)
বৌ এর জন্য গোপনীয় খরচ=৫০০০( পাঁচ হাজার)
ছেলে-মেয়েদের জন্য অতিরিক্ত খরচ=২০০০(দুই হাজার)
বাড়ি থেকে ইয়ারপর্ট আসতে আবার খরচ=৮০০(আটশত)
 সর্বমোট খরচ=২১৭৬০০(দুই লাখ সতের হাজার ছয়শত)


ধরে নেয়া যাক আপনি দুই বছরে যে টাকা দেশে পাঠিয়েছেন সেটা খরচ না করে দেশ থেকে দুই মাস ঘুরে আসবেন। তাহলে দেশে যেতে যে দুই মাসের জন্য খরচ হচ্ছে ২১৭৬০০ টকা সেটা আপনাকে আপনার বেতন থেকে জমাতে হবে ফিজিতে।

মাসিক ৩০২০০ টাকা করে যদি জমা করেন তাহলে ২১৭৬০০ টাকা জমাতে সময় লাগবে ২১৭৬০০/৩০২০০=৭.2 অর্থাৎ সাত মাসের একটু বেশি। ধরে নিলাম সাত মাস। 

তাহলে যা দাড়ালো তার সারমর্ম হচ্ছে,
  1. আপনি সাত মাস দেশে কোন টাকা না পাঠিয়ে যে টাকা জমা করবেন সেই টাকা দিয়ে আপনি দেশ থেকে দুই মাসের ছুটি নিয়ে ঘুরে আসতে পারবেন।
  2. আবার মনে করিয়ে দিচ্ছি-এই সাত মাস দেশে কোন টাকা পাঠাতে পারবেন না।
  3. ২৪ মাস দেশে টাকা পাঠানোর পর দেশে যেতে চাইলে আপনাকে আরও অতিরিক্ত সাত মাস ফিজিতে থাকতে হচ্ছে শুধুমাত্র দুই মাসের ছুটিতে ঘুরে আসার জন্য।
  4. তাহলে দাড়াছে আপনি ২৪ মাস দেশে টাকা পাঠানোর পর  সাত মাস বাড়িতে কোন টাকা না পাঠিয়ে সেটা জমা করে দুই মাস দেশে ছুটি কাটিয়ে আসলেন। সর্বমোট সময় অতিবাহিত হল=২৪+৭+২=৩৩ মাস। পিছনে ফিরে দেখুন এই সময়ে আপনি ২৪ মাসে ৭২৪৮০০(সাত লাখ চব্বিশ হাজার আটশত টাকা দেশে পাঠিয়েছিলেন।  
  5. এই ২৪+৭=৩১ মাসে আপনার বাড়িতে খরচ হয়েছে আনুমানিক মাসিক ৭০০০ টাকা করে। তাহল সর্বমোট খরচ হয়েছে=৭০০০*৩১=২১৭০০০(দুই লাখ সতের হাজার টাকা।

আপনি কত টাকা জমিয়েছেনঃ
দেশে পাঠিয়েছিলেন=৭২৪৮০০(সাত লাখ চব্বিশ হাজার আটশত )
বাসায় খরচ হয়েছে    =(-)২১৭০০০(দুই লাখ সতের হাজার টাকা।
এখন তাহলে আপনার অ্যাকাউন্টে আছে = ৭২৪৮০০ - ২১৭০০০ = ৫০৭০০০ (পাঁচ লাখ সাত হাজার) 

আসতে খরচ হয়েছিল =(-)৩৮৫০০০(তিন লাখ পঁচাশি হাজার) 
তাহলে সত্যিকার অর্থে ৩১ মাসে জমেছে = ১২২০০০ (এক লাখ বাইশ হাজার টাকা। 

তাহলে ৩১ মাস আগে আপনার কাছে ছিল  = ৩৮৫০০০(তিন লাখ পঁচাশি হাজার)
৩১ মাস পরে এখন আপনার কাছে = ৫০৭০০০ (পাঁচ লাখ সাত হাজার)

এইবার তাহলে ভাবুনঃ 
  • দুই বছর পর দেশ থেকে ঘুরে আসলে আপনার কতটুকু লাভ হচ্ছে!
  • বিদেশে এসে কত টুকু লাভবান হলেন!
  • এই কারনেই বলছি ফিজিতে আসতে চাইলে একবারেই কমপক্ষে পাঁচ বছর থেকে গেলে কিছু লাভবান হওয়া যাবে। নতুবা সোনার হরিণ আর পাওয়া হবেনা।







No comments:

Post a Comment

অনুগ্রহ করে আমাদের ফেসবুকে পেজ অথবা সাইটের লেখাগুলো খুজে দেখুন আপনার প্রশ্নের উত্তর দেয়া আছে।

বিশেষ ঘোষনাঃ

""বিদেশে চাকরি ডট কম কোন বিনিময় ছাড়াই সহযোগিতা করে, কম্পানির বর্তমান অবস্থা, দালালের কথা যাচাই , ভিসা চেক ইত্যাদি জানতে আমাদের সাইট বিভিন্য লেখা পড়ে দেখুন অথবা আমাদের ঠিকানায় প্রশ্ন করুন""