বর্তমানে ফিজিতে বাংলাদেশ থেকে অনেক ভাই কাজের সন্ধানে ওয়ার্ক পার্মিট ( Fiji work permit ) নিয়ে আসছে। এখেত্রে দালাল চক্র অনেক লোভনীয় ওফার দেয় তার মধ্যে নিম্নোক্ত গুলো অন্যতম।
১। বেতন ৬০-৭০ হাজার প্রতি মাসে
২।ফিজি থেকে অস্ট্রেলিয়া অথবা নিউজিল্যান্ড সহজেই যাওয়া যাই।
অনেক ভাই এইসব লোভে পড়ে দালালকে ৫ থেকে ৭ লাখ পর্যন্ত দিয়ে থাকে। ফিজির ভিসা চেক করার অনলাইনে কোন সিস্টেম না থাকায় এটা অনেক সহজেই দালাল চক্র করে থাকে।
আমি আপনাকে কিছু ট্রিক্স শিখিয়ে দিচ্ছি যার দারা বুঝে নিবেন ফিজির ভিসা সঠিক অথবা আপনি সঠিক পথে ফিজিতে চাকরি পেতে যাচ্ছেন।
১। যদি বলা হয় ওভারটাইম ছাড়া বেতন ৫০ কিংবা এর উপর।
কারনঃ একজন সাধারণ ট্রেড ম্যান ফিজিতে সর্বোচ্চ ৭ ডলার ঘন্টায় বেতন পাবে। সপ্তাহে ৪৫ ঘন্টা কাজ প্রতি ডলার ৩৯ টাকা হলে বেতন আসবে ৪৫*৭ *৩৯= ৪৯১৪০ টাকা। তবে অবশ্যই মনে রাখবেন , এই বেতন শধুমাত্র যারা সিক্স জি ওয়েল্ডার তাদের পাওয়া সম্ভব। অন্য ট্রেডে বেতন প্রথমে ৫.৫ ডলারের বেশি দিবেইনা। সাভাবিক ভাবে ৫ ডলার করে পাবেন। এখন হিসাব করলে কখনোই ৩৫ হাজারের উপরে আসবেনা।
২। যদি সাধারণ ভাবে বলা হয় ফিজি থেকে অস্ট্রেলিয়া অথবা ফিজি থেকে নিউজিল্যান্ড যেতে পারবেন।
কারনঃ ফিজি থেকে অস্ট্রেলিয়া আথবা ফিজি থেকে নিউজিল্যান্ড আপনি কখনোই সাভাবিক ভাবে এত সহজ যেতে পারবেনা। এই জন্য কিছু কন্ডিশন আছে সেটার পরেই যেতে পারবেন।
প্রথমেই আছে ফিজি সিটিজেনশিপ। ফিজি সিটিজেনশিপ পাওয়ার জন্য এই লিঙ্কে লেখা পড়ে দেখেন
উপরের দুই কারনে বুঝবেন আপনি দালালের প্রতারণার ফাদে পা দিচ্ছেন।
কেও যদি ভিসা পেয়ে থাকেন আমাদের ঠিকানায় ভিসার কপি পাঠালে আপরা আপনার জন্য ফিজি ইমিগ্রেশন এ গিয়ে সরাসরি আপনার ফিজির ভিসা চেক করিয়ে আনবো।
Email:bideshechakuri.com.bd@gmail.com
ফিজির ভিসা চেক
ফিজিতে চাকরি
ফিজিতে জব
ফিজির ভিসা
ফিজিতে পড়াশোনা
ফিজি সম্পর্কে যেকোনো কিছু জানতেও যোগাযোগ করতে পারেন।
আমাদের একটু সময় দিতে হবে এই আর কি তবে আপনি উপক্রিত হয়ে আমাদের জন্য দুয়া করলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কিছু না কিছু উত্তম জাজাহ দিবেন এই আশা রাখি।