ফিজি আসার আগে সতর্কতা - ১৫ দিনে ফিজির ভিসা - বিদেশে চাকরি ডট কম

বিদেশে চাকরির খবর, কম্পানি সম্পর্কে সঠিক তথ্য,বেতন ও অন্যান্য বিষয়ে তথ্য সরবরাহ করা হয়। আমরা কোন বিনিময় ছাড়াই সহযোগিতা করি সাদকায়ে জারিয়াহ এর আশায়।

নিয়মিত নামাজ কায়েম করুন, কারন কিয়ামতের দিন সর্বপ্রথম নামজের হিসাব নেয়া হবে। অনুরোধক্রমে - ঞ্জিঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম -পরিচালক, বিদেশে চাকরি ডট কম। বিদেশে চাকরি ডট কম কাওকে চাকরি দেয়না, বিদেশ আনেনা, এজেন্ট ধরিয়ে দেয়না, ভিসা দেয়না, কোন আর্থিক লেনদেন করেনা, শুধুমাত্র বাংলাদেশীদের সচেতন করে এবংকোন বিনিমিয় ছাড়ায় সহযোগিতা করে

আমার খাঁটি পণ্য ক্রয় করে সহায়তা করুন।

Tuesday, January 29, 2019

ফিজি আসার আগে সতর্কতা - ১৫ দিনে ফিজির ভিসা

আমি ফিজি থেকে বলছি -----
যারা আসার জন্য বিভিন্নভাবে বিজ্ঞাপন ও অফার পাচ্ছেন তাঁ দেরজন্য।

১/  ফিজিতে হোটেলের জবে বেতন ৪০ হাজারের উপরে বললে সতর্কতা অবলম্বন করবেন।

২/১৫ দিন সময় লাগবে ভিসা প্রসেসিং এ । একথা বললে অথবা লিখা থাকলে দূরে থাকাই শ্রেয়।

৩/ কোন হোটেল কিংবা কম্পানি এটার নাম আমাদের জানাতে পারলে আরও বিস্তারিত জানাতে পারবো।

এক ভাই আমাদের ফেসবুক পেজে ' বিদেশে চাকরি ডট কম ' এ প্রশ্ন করেছেন -
প্রশ্নঃ

উত্তরঃ
১/ ফিজির ভিসা ১৫ দিনের মধ্যে হয়না। কেও দিতে চায়লে যদি ভিসা বানিয়ে দেয় তাহলেই সম্ভব।

২/কোন  অপরিচিত এজেন্ট কে ফিজি আসার জিন্য অগ্রিম টাকা দেয়া উচিত না ।

৩/ ফিজিতে চাকরি অথবা ফিজিতে জব দিবে বলে কেও যদি এরকম কথা বলে তবে অবিশ্যই দুরে থাকবেন নতুবা প্রতারিত হবেন।

আরও জানতে
বিদেশে চাকরি ডট কম  আমাদের সাইট অন্যান্য লেখা আছে সেগুলা পড়ে দেখবেন।

বিশেষ ঘোষনাঃ

""বিদেশে চাকরি ডট কম কোন বিনিময় ছাড়াই সহযোগিতা করে, কম্পানির বর্তমান অবস্থা, দালালের কথা যাচাই , ভিসা চেক ইত্যাদি জানতে আমাদের সাইট বিভিন্য লেখা পড়ে দেখুন অথবা আমাদের ঠিকানায় প্রশ্ন করুন""