অবশ্যই অভিজ্ঞতা ছাড়া চাকুরি সম্ভব। অনেক সময় বাস্তব অভিজ্ঞতার কথা বলা থাকলেও অভিজ্ঞতা ছাড়া চাকুরি পাওয়া যায়। তবে সেক্ষেত্রে আপনাকে কিছু বিষয়ে দক্ষতার পরিচয় দিতে হবে যেমন,
- আপনার বয়স যদি একটু বেশি হয় তবে চাকুরি না করেও এক অথবা দুই বছরের অভিজ্ঞতার কথা সিভিতে লিখে দিন,
- যে পোস্টে চাকুরির ইন্টারভিউ দিচ্ছেন সে বিষয়ে একটু ভাল করে স্টাডি করুন,
- কিছু বাস্তব অভিজ্ঞতার জন্য অভিজ্ঞ কারও সাথে আলোচনা করুন,
- চাকুরির পজিশনের উপর ভিত্তি করে বাস্তব অভিজ্ঞদের কাছ থেকে কিছু প্রশ্ন ও উত্তর জেনে নিন। প্রয়োজনে খাতায় লিখে রাখুন।
- নিজে নিজে কিছু প্রশ্ন প্রস্তুত করে অভিজ্ঞ কারও কাছে যেনে নিন,
- মাঝে মাঝে মাঠে, ময়দানে ভিজিট করুন এতে আপনার কনফিডেন্স আসবে,
- নিজে নিজে কল্পনা করুন আমি চাকুরি পেয়ে গেছি এই জন্য আপনাকে বাস্তবে যা যা করতে হবে সেটা নিজে নিজেই করতে থাকুন।
- এই প্রসেস কয়েক মাস ধরে চালু রাখুন,
- নিজে নিজে গুছিয়ে কথা বলার অভ্যাস করুন একা একা,
- কারও সাথে কথা বলার সময় ভাবুন অফিসের কাজেই কথা বলছেন সুতরাং নিজেকে সেইভাবেই ভেবে ঝালিয়ে নিন।
তবে মনে রাখবেন উপরের
বিষয়গুলো নিজের আয়ত্তে আনার পূর্বেই আপনাকে আরও কিছু ধাপ পেরিয়ে আসতে হবে অবশ্যই। যেমন
- আপনার সাবজেক্ট এ কোন কোন ধরনের চাকুরির সুযোগ আছে সেগুলার একটা লিস্ট বানান। লিস্ট অবশ্যই নিজে খাতায় লিখবেন এতে আপনার ধারণা আসবে,
- এবার আপনি এগুলার মধ্যে কোন পজিশনে চাকুরি করতে আগ্রহী সেটা আলাদা পাতায় লিখুন,
- এবার উক্ত পজিশনের কি কি দায়িত্ব পালন করতে হয় নেট থেকে খুঁজে খুঁজে সিরিয়াল করে লিখুন,
- একই পজিশনে বিভিন্ন কম্পানি কি কি Responsibilities এর কথা বলে সব গুলো খুঁজে খুঁজে লিখুন,
- উক্ত পজিশনে কম্পিউটারের অভজ্ঞতার কি কি চায় তাঁর লিস্ট করুন,
- কি কি ভাষার অভজ্ঞতা চায় সেটা লিখে রাখুন,
- আপনার পছন্দের পজিশনে কি কি সফটওয়ার এর অভজ্ঞতা চায় সেটা লিখে রাখুন,
মনে
রাখবেন আপনি যত পড়বেন ততবেশি জানবেন। চাকুরির বাজারে যে বেশি জানে তাঁর সাফল্য
ততবেশি।
No comments:
Post a Comment
অনুগ্রহ করে আমাদের ফেসবুকে পেজ অথবা সাইটের লেখাগুলো খুজে দেখুন আপনার প্রশ্নের উত্তর দেয়া আছে।